
অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।
এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।
রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।
২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।
৩. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।
৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি
রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি
৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান
নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত
৬. সাঙ্গু নদী, বান্দরবান
৭. কিউক্রাডং এর চূড়া থেকে ৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়
৯. বান্দরবানের বগা লেক
১০. বান্দরবানের চিম্বুক পাহাড়
১১. জাদিপাই পাড়া, বান্দরবান
১২. জাদিপাই ফল, বান্দরবান
১৩। নাফাখুম ফল, বান্দরবান
১৪. থানছি, বান্দরবান
১৫. আমিয়াখুম ফল, বান্দরবান
১৬. রিজুক ফল, বান্দরবান
১৭. তাজিংডন, বান্দরবান ১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট
সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য
সিলেটের রাতারগুল জলাভূমির বন
১৯. জাফলং, সিলেট
২০. বিছনাকান্দি, সিলেট