
খামে ভরা বিষ। আর সেই খাম পৌঁছে গেল হোয়াইট হাউসে। তদন্ত শুরু করলেন গোয়েন্দারা।
মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘রাইসিন’ নামে একটি বিষ ভরা আছে ওই খামে। আর সেটাই পৌঁছে গিয়েছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে।
কানাডা থেকে ওই এনভেলোপ এসেছে বলে জানা গিয়েছে। হোয়াইট হাউসে আসার আগে ওই খাম একটি সরকারি মেল সেন্টারে পৌঁছয়। আর সেখানেই বিষয়টা ধরা পড়ে যায়।
এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এফবিআই, ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস। এই ঘটনায় এখনও পর্যন্ত সাধারণ মানুষের কোনও বোপদ নেই বলেই জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা।
বিস্তারিত আসছে…
সূত্র: কলকাতা24*7.কম