ওই এলাকার সাধুয়া-নিগুয়ারি খালের পাশে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে হত্যা করা হয় বলে পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান জানিয়েছেন।
তিনি প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, প্রতিদিনের মত আজিম উদ্দিন এলাকার সাধুয়া মসজিদে এশার নামাজে ইমামতি করে বাড়ির দিকে রওনা হন। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
“তার শরীরে পাঁচ-ছয়টি কোপের চিহ্ন রয়েছে।”
তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেননি।
ওসি বলেন, ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিম উদ্দিন। পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।