কোনো এক শিউলি
ভোরে
তুমি ডেকেছো আমায়। পায়ের নম্র পাতায়
প্রেমের শিশির ভেঙে
নিয়ে গেলে কাশবন
দেখাতে।
মনে হয় এ জীবনে আমি
কোনোদিন
দেখিনি কাশফুল,
মোলায়েম পরশে গেয়ে
উঠিনি
ভালবাসার আবেগময়
সংগীত।
আমায় তুমি দীঘির
টইটম্বুর জলে
কী অপরূপ জলতরঙ্গ
দেখালে।
মনে হয় এ জীবনে আমি
কোনোদিন
দেখিনি জলতরঙ্গ,
শুনিনি স্বচ্ছ জলের
নিবিড় লহরী!
আমায় তুমি বটবৃক্ষের
মর্মর ধ্বনি শোনালে
দেখালে নির্মল পত্র
পল্লবের মৃদু শিহরণ।
আমি তোমার এতো
আবেগী কীর্তি দেখে
শিউরে উঠি বারবার।
বলে উঠি: পল্লবী, কী
হয়েছে তোমার?
তুমি আমার হাত ধরে
পরম নিশ্চিন্তে হাঁটতে
থাকলে
ঘাসের গালিচায়।
নিয়ে গেলে দুরন্ত
স্রোতস্বিনীর
ব্যাকুল ছুটে যাওয়া
দেখাতে।
ভোরের কোমল বাতাসে
তোমার এলো কেশ
আরও উদ্দাম হলো।
তুমি মৃদু হেসে কী যেন
বলতে চাইলে
বলা হলোনা আর।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।