ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।’
শুক্রবার বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।’
এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।
এর আগে দুপুর আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। বগুড়ার পথে পথে ছিল লোক সমাবেশ। এ সময় পথের পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান বগুড়াবাসী।
হুইল চেয়ার বিতরণ
তারেক রহমান বগুড়ার নাজ গার্ডেনের বল রুমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন, আমাদের সমাজ ও পরিবারের অংশ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, যা আমাদের অনেকের মধ্যে নেই। তাই আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার বেলা ১১টায় এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে বাংলাদেশ গড়বো। আমাদের দেশে সকল মানুষ যেন সমান মর্যাদা পায়। প্রতিবন্ধীদের সব ক্ষেত্রে সুযোগ করে দেওয়া হবে। যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আর দশজনের মতো বাঁচতে পারে, সে দায়িত্ব আমাদের সকলের।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা.জুবাইদা রহমান বলেন, আমি দীর্ঘদিন পর বগুড়ায় এসেছি খুব ভালো লাগছে। আমি স্মরণ করি প্রথমে শহীদ জিয়াউর রহমান আর গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে।
এরপর তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীদেরকেও সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। আজকে শিশুরা আগামী দিনে দেশ গড়ার মহান সৈনিক হবে। তাদের নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। তা বাস্তবায়ন করার সুযোগ পেলে করা হবে। সকল শিশুদের স্বাস্থ্য, শিক্ষা নিয়ে পরিকল্পনা আছে।
তিনি বলেন, শিশু স্বর্গ নামে প্রতিষ্ঠানটি তাদের কাজের মাধ্যমে যেন শিশুদের স্বর্গের মতো জায়গায় নিয়ে যেতে পারে এ প্রত্যশা করি।
অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিবন্ধী শিশুরা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে শোনায় এবং তাদের তৈরি বিভিন্ন উপহার তুলে দেন তারেক রহমান ও জুবাইদা রহমানকে।
