বাগেরহাটের মোংলা উপজেলায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খুলনার কয়রা থেকে তাকে গ্রেফতার করে মোংলা থানা পুলিশ।
এর আগে গত সোমবার (২৮ মার্চ) রাতে মোংলা পৌরসভার ছাড়াবাড়ী এলাকায় মারুফ তার বন্ধু শাহিনকে ছুরিকাঘাত করে খুন করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের বড় বোন খাদিজা বেগম বাদী হয়ে মারুফসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মারুফের স্ত্রী নাদিরা বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে বন্ধু শাহিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারুফ শাহিনকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত মারুফকে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।