ঢাকা কলেজ-টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) রাত ৮টার কিছু সময় পর সংঘর্ষ শুরু হয়। তবে ঠিক কী কারণে সংঘর্ষ লেগেছে তা কেউ বলতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের সামনে রাস্তা আটকে হেলমেট ও দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরাও হেলমেট-অস্ত্রসহ অবস্থান করছে। সংঘর্ষের সময় প্রায় ২০টির মতো ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটেছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, ঢাকা কলেজের তিন ছাত্রকে টিটি কলেজের ছাত্ররা মারধর করেছে। যতদূর জানি এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এখনো সংঘর্ষ চলছে।
নিউমার্কেট-কলাবাগান জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।