এরই মধ্যে মেগা নিলাম শেষে খেলা শুরুর দিন-তারিখও প্রকাশ করা হয়েছে। এদিকে জেসন রয়ের বদলি হিসেবে ক্রিকেটার খোঁজা শুরু করে দিয়েছে আইপিএলের নতুন দল গুজরাট।
জানা গেছে, এবারের নিলামে দল না পাওয়া টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকেও নজর রয়েছে ফ্র্যাঞ্জাইজিটির।
ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকটেকারের বরাতে জানা গেছে, জেসন রয়ের বদলি হিসেবে এবারের মেগা নিলামে দল না পাওয়া পাঁচ ক্রিকেটার থেকে পছন্দের ক্রিকেটারকে বেছে নিতে পারে গুজরাট। যে তালিকায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার মার্টিন গাপটিল, ইংল্যান্ডের বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান ডেভিড মালান এবং আইপিএলের পোস্টারবয় খ্যাত সুরেশ রায়নাদের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসানও।
আইপিএল চলাকালে জাতীয় দলের শিডিউল থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটির নিলামের আগেই ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু মেগা নিলামে ২ কোটি ভিত্তিমূল্যে থেকেও দুই দফায় নাম তোলার পরও অবিক্রিত থেকে যান তারকা এ অলরাউন্ডার। আর এরপরই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তার টেস্ট খেলা নিয়ে নতুন করে গুঞ্জন ওঠে।
সবার একটিই প্রশ্ন ছিল, তবে কি এবার খেলবেন সাকিব? যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বারবারই বলে গেছেন, তার তো এখন না খেলার কোনো কারণ নেই। সে খেলবে। তবে সাকিবকে বেশ কয়েকবার এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলেও নীরবই থাকেন তিনি। শেষমেশ বুধবার (৩ মার্চ) আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ওয়ানডে ও টেস্টের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে অন্তর্ভুক্ত রয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডারও।
আরও পড়ুন : ৬ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এর আগে আইপিএলের নিলামে সাকিবের দল না পাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণের মধ্যে একটি ছিল টুর্নামেন্ট চলাকালে তার জাতীয় দলের ব্যস্ততা। এবার গুজরাটে রয়ের বদলি হিসেবে তালিকায় তাকে রাখা হলেও বিসিবির সদ্য ঘোষিত স্কোয়াডে তার অন্তর্ভুক্তিতে আবারও মুখ ফিরিয়ে নিতে পারে।
আরও পড়ুন : বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ ম্যাচ যে ভাবে দেখবেন ( ভিডিও)
এদিকে ২৬ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস ও পুনে সুপার জায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। ১০ দলের এ টুর্নামেন্টে চারটি ভেন্যুতে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার তিনটি ভেন্যুই মহারাষ্ট্রের ভেতরে। মে মাসের শেষ দিকে হবে এবারের আইপিএলের ফাইনাল।
মহারাষ্ট্র সরকার মাঠে দর্শক ফেরা নিয়ে এক বিবৃতিতে জানায়, করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় আইপিএলে ২৫ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। শুধু তারাই মাঠে ঢুকতে পারবে, যাদের দুই ডোজ টিকা নেওয়া আছে। ভারতে দুই ডোজ টিকা নিলেই শুধু তাকে ভ্যাকসিনেটেড হিসেবে বিবেচিত করা হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।