বান্দরবান জেলার রুমা উপজেলায় জুম চাষকে কেন্দ্র করে পাড়া প্রধান ও তার চার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রুমার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার চার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)।
স্থানীয়রা জানায়, জুম চাষের জমি নিয়ে পাড়ার কিছু লোকের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল আগে থেকেই। শুক্রবার ভোরে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রো তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, ‘রুমা জেলার একটি পাড়ার প্রধান ছিলেন লংরুই ম্রো। তাকেসহ তার চার সন্তানকেসহ কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।