টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে বাদ পড়েছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
পিঠের ইনজুরির কারনে এবারের বিশ্বকাপে আর খেলতে পারবেন না সাইফুদ্দিন। তার পরিবর্তে বিশ্বকাপের মূল দলে সুযোগ পান রিজার্ভ বেঞ্চে থাকা পেসার রুবেল হোসেন।
এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারানো একাদশ অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাইম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড : ইয়োইন মরগান (অধিনায়ক), জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।