জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ট্রাস্টের সমাজ-কল্যাণমূলক কর্মকান্ড পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বঙ্গবন্ধু মোমোরিয়াল মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের ব্যাপারে আলোচনা হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।