দেশের তিন বিভাগে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, মাত্রা ছিল ৫.৬। দেশটির মনওয়া থেকে ৪৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।
ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সংশ্লিষ্টরা। তবে এ ভূমিকম্পের ফলে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।