পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার সকালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭।
বেলুচিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। তাদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমাচ্ছিলেন। ভূমিকম্পে দেয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।
এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।
সূত্র: বিবিসি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।