ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের। সে ক্ষত শুকানোর আগেই আনন্দে ভাসল দলটি। টানা দ্বিতীয়বারের মতো পেল অলিম্পিক ফুটবলের সোনা জয়ের স্বাদ। শনিবার (৭ আগস্ট) টোকিও অলিম্পিকের ফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে অলিম্পিক ফুটবলের সোনা জিতলো তারা।
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বেশ শক্তিশালী দল গঠন করেই অলিম্পিকে এসেছিল ব্রাজিল। স্কোয়াডে তরুণদের সঙ্গে ছিলেন ৩৮ বছর বয়স্ক অভিজ্ঞ দানি আলভেসের মতো তারকা। আসরের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে গতবারের চ্যাম্পিয়নরা। টোকিওর নিশান স্টেডিয়ামে ম্যাচজুড়েই ছিল রোমাঞ্চ। মিস হয়েছে পেনাল্টি। গোলপোস্টও দুই দলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বেশ কয়েকবার। মাথেউস কুইয়া প্রথমার্ধের একদম শেষদিকে ব্রাজিলকে এগিয়ে দেন।
যদিও ম্যাচের শুরুর দিকে অবশ্য দাপট দেখাচ্ছিল স্পেন। ১৬ মিনিটে প্রায় এগিয়েও গিয়েছিল তারা। অলমোকে আটকাতে গিয়ে কার্লোস নিজের জালেই বল পাঠাতে বসেছিলেন। পরে নিজেই কোনোমতে গিয়ে গোললাইন থেকে সেটি ঠেকান এই ডিফেন্ডার। ফাইনালে ৪৬ মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিয়াস কুনহা। তবে ৬০ মিনিটে গোল করে স্পেনকে ম্যাচে ফেরান মিকেল ওইয়ারসাবাল। আর অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে সোনা এনে দেন মালকম। পঞ্চম দেশ হিসেবে ফুটবলে টানা দ্বিতীয়বার সোনা জিতেছে তারা।
উল্লেখ্য, পাঁচ বছর আগে ঘরের মাঠে জার্মানিকে হারিয়ে স্বর্ণ পদক পায় ব্রাজিল। এবারও তারা অলিম্পিকের শ্রেষ্ঠত্ব ধরে রাখল।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।