পবিত্র ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে আগামীকাল রবিবার (১৬ মে) খুলছে ব্যাংক-বিমা ও শেয়ার বাজার। তবে আগের মতো অন্যান্য অফিস বন্ধই থাকবে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষকে কর্মস্থলে রাখতে বৃহস্পতিবার (১৩ মে) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই বুধবার শেষ কর্মদিবস অফিস হয়ে বৃহস্পতিবার থেকে তিনদিনের ঈদের ছুটি শুরু হয়।
সীমিত পরিসরে ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে লেনদেন। এর পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর শেয়ার বাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।