লক্ষ্মীপুরে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হেল্পিং হ্যান্ড বাংলাদেশ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ ও অর্থায়নে এ আয়োজন করা হয়। প্রকৃত সুবিধাবঞ্চিতদের হাতে পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর ইয়াং স্টার সোসাইটি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের প্রতিনিধিদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা। হেল্পিং হ্যান্ড বাংলাদেশের প্রতিনিধি সায়েমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং অফিসার মো. মনির হোসেন ও রঙধনু শিল্পী গোষ্ঠীর পরিচালক আমজাদ হোসেন রিয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সবুজ বাংলাদেশের সভাপতি শাহিন আলম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শান্তন চন্দ্র দাস, মেঘ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, দৈনিক মুক্ত বাঙালির বার্তা সম্পাদক রাজীব হোসেন রাজু ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ হেল্পিং হ্যান্ড বাংলাদেশে’র সদস্যবৃন্দ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।