করোনা নিয়ন্ত্রণে আরোপিত লকডাউনে চলাচলের জন্য পুলিশের ‘মুভমেন্ট পাসের’ জন্য ১৫ কোটি ৯৯ লাখ ২২ হাজার ৬৫টি আবেদন জমা পড়েছে! এর মধ্যে ইস্যু করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৮০১টি।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা। তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬ কোটি আবেদন জমা পড়ে।
এর মধ্যে ৪ লাখ ৯৭৭ জন রেজিস্ট্রেশন করতে পেরেছেন জানিয়ে পুলিশ বলছে, পরিসংখ্যান অনুযায়ী, প্রতি মিনিটে মুভমেন্ট পাসের জন্য ১৪ হাজার ২৬টি আবেদন জমা হয়েছে।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে মুভমেন্ট পাসের অ্যাপটি উদ্বোধন করেন আইজিপি বেনজীর আহমেদ। পরদিন বুধবার ভোর ৬টা থেকে লকডাউনের মধ্যে বাইরে বের হতে এই পাস দেখাতে হচ্ছে। যা চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত।
আবেদন করা যাবে যেভাবে
https://movementpass.police.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে মুভমেন্ট পাসের আবেদন করতে হবে। আবেদন করতে যেসব তথ্য দিতে হবে, তা হলো- নাম, লিঙ্গ, বয়স, কোন এলাকা থেকে কোন এলাকায় যাবেন, ভ্রমণের কারণ, পাস ব্যবহারের তারিখ ও সময়, পাসের মেয়াদকাল, পরিচয়পত্র, ছবি ইত্যাদি।
যাদের মুভমেন্ট পাস লাগবে
পাইকারি/খুচরা ক্রয়, ওষুধ ও চিকিৎসা নেয়া, চাকরি, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি।
যাদের মুভমেন্ট পাস লাগবে না
পেশাজীবীদের মধ্যে চিকিৎসা, ব্যাংকিং, গণমাধ্যম, শিল্প কারখানা, গার্মেন্টস ও উৎপাদন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সেবায় নিয়োজিতদের পরিচয়পত্র দেখালেই চলবে। এ ছাড়া মুভমেন্ট পাসের প্রয়োজন হবে না টেলিফোন, ইন্টারনেট ও ডাকবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও বন্দর সংশ্লিষ্ট কর্মচারীদের।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।