সাতক্ষীরার তালায় অসুস্থ রোগীকে দেখতে স্বজনদের নিয়ে যাওয়ার পথে ট্রাক ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান চালক হাফিজুল ইসলামের (৪৫) মর্মান্তি মৃত্যু হয়েছে। সে উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের আঃ লতিব শেখের ছেলে।ঘটনাটি ঘটেছে বুধবার (১০ ফেব্রুয়ারী )গভীর রাতে খুলানা-সাতক্ষীরা মহাসড়কের ঋশিল্পী নামক এলাকায়।
জানাযায়, বুধবার ১০ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের আঃ রহমান (৬০) স্ট্রোক করেন। সাথে সাথে ঔ রাতেই স্বজনরা তাঁকে নিয়ে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন।
এ দিকে স্ট্রোকের খবর শুনে গভীর রাতে আঃ রহমানের স্বজনরা একই গ্রামের ব্যাটারি চালিত ভ্যানচালক হাফিজুল ইসলাম কে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্য খুলানা-সাতক্ষীরা মহাসড়কের ঋশিল্পী নামক এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক হাফিজুল ইসলাম নিহত হন। এ সময় ভ্যানে থাকা ২ যাত্রী মারাত্মক ভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ দিকে যাকে দেখতে স্বজনারা দূর্ঘটনার শিকার হন সেই স্ট্রোকের রোগী আঃ রহমানও মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার বড়বিলা গ্রামে ২ জনের দাফন সম্পন্ন হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।