সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিল করলে জনগণ রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন। সমাবেশ থেকে দেশের সকল জেলায় রোববার বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেয়া হয়।
জাতির জনককে কটূক্তির মামলায় সম্প্রতি দুই বছরের কারাদণ্ড হয় দলের অন্যতম শীর্ষ নেতা লন্ডন প্রবাসী তারেক রহমানের। এছাড়া সম্প্রতি নেতাকর্মীদের জেল-মামলার প্রতিবাদে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ করেছে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনেও পালিত হয় অনুরূপ কর্মসুচি।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার দুর্নীতি দমন না করে ভিন্ন দিকে নজর সরিয়ে নেয়ার চেষ্টা করছে। সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। খেতাব বাতিল হলে, জনগণ তা রুখে দাঁড়াবে।
পরে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।