রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিফাত ভূঁইয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ বরিশাইল্লা গলি এলাকায় শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সিফাত একটি কারখানায় শ্রমিকের কাজ করত। সিফাত যে কারখানায় কাজ করত সেই কারখানার মালিক ফজলুল হক জানান, রাতে বরিশাইল্লা গলি এলাকায় সিফাত একটি দোকানে চটপটি খাচ্ছিল। এ সময় শুভ (১৫) নামে এক কিশোরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় হঠাৎ শুভসহ ২-৩ জন মিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় সিফাত। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ছাতা মসজিদ এলাকায় তার একটি বোর্ড কার্টুন কারখানা রয়েছে। ওই কারখানায় সিফাত কাজ করত। সিফাত তার নানা আকবর আলীর বাসায় থাকত। তার বাবার নাম পলাশ মোল্লা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।