
মেহেন্দিগঞ্জ উলানিয়ায় নির্বাচন স্থগিত হলেও সংঘর্ষ থামেনি। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে দক্ষিন ইউনিয়নের পশ্চিম সুলতানী ও যাদুয়া গ্রামে অানারর্স সমার্থকরা নৌকার সমার্থদের ব্যাপক ভাবে জখম করে। সংঘর্ষে ১৯টি বসত ঘর ও ২টি দোকান ভাংচুর ও আহত ২০ জন। আহত মধ্যে আলমগীর মাঝি (৪০) ও মিরাজ সিকদার (২২) এর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানা ওসি মোঃ আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।