০৯ নভেম্বর, ২০২০ মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নে পয়লা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় “বাল্যবিবাহ, ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও মাদকবিরোধী” শীর্ষক কর্মশালা ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক এস এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান, ঘিওর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ঘিওর থানার অফিসার ইন চার্জ, পয়লা, ঘিওর ও বরটিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানগণ, তেরশ্রী কালী নারায়ণ কলেজের অধ্যক্ষ ও তেরশ্রী কালী নারায়ণ ইন্সটিটিউটের প্রধান শিক্ষিকা প্রমুখ। পয়লা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বণিক সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, মসজিদ ও মাদ্রাসার ইমামগণ, স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, পয়লা ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়, হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে জেলা প্রশাসক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ঘিওর উপজেলার মাইলাগী এলাকায় প্রাপ্ত খাস জমির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।