নারীর প্রতি যৌন নির্যাতন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এনপিপি ও এনডিএফ’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, মানুষের মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। সুশিক্ষা বিস্তারের মাধ্যমেই তাকে রুখে দিতে হবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতনের প্রতিবাদে এনডিএফ জোট আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, পাহাড়, টিলা, সমতল সব জায়গা থেকেই নারীর আর্তনাদ ভেসে আসছে। করোনা মহামারিতে সারা পৃথিবী যখন বিপর্যস্ত, তখন নোয়াখালী-সিলেট-মুন্সিগঞ্জ-পার্বত্য চট্টগ্রামসহ ধর্ষণের ওই ঘটনাগুলো আমাদের উন্নয়ন ও সভ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয় এই পরিস্থিতির কারণ হিসেবে কাজ করছে। উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই যা পুনঃস্থাপন সম্ভব। শিক্ষা ব্যবস্থায় নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষার অন্তর্ভুক্তি ও গুরুত্ব প্রদান এখন তাই সময়ের দাবি।
এনপিপির ওয়াহিদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধনে এনপিপির মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান, জাগপার সভাপতি একেএম মহিউদ্দিন আহাম্মেদ বাবলু, মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, বিআইপির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, এনসিবির চেয়ারম্যান ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), ডিপিবির চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধন কর্মসূচিতে এনপিপির প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আলতাফ হোসেন, মো. মোশাররফ হোসেন বকুল, সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আলী সিদ্দিকী, যুববিষয়ক সম্পাদক ওমর ফারুক খান ফাহিম, এনজিওবিষয়ক সম্পাদক ডা. মো. আমিনুল ইসলাম, এনপিপি ঢাকা মহানগরের সহ-সভাপতি মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কেএম শামছুল আলম মিশুক, মো. মাসুদ পাশা, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আরিফুর রহমান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম হাওলাদার সালাম, দফতর সম্পামদ সামছুদ্দিন রতন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. এম এ জলিল, সমবায়বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন সাগর প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।