আজ দৈনিক সময়ের সংবাদ dainikshomayershangbad. com ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়,৬৬,হযরতনগর, ওয়ার্ড নং৫৫ ঢাকা (দঃ)সিটি কপোরেশন, কামরাঙ্গীরচর ঢাকা অফিসে। কেক কেটে পত্রিকাটির শুভ জন্মদিন পালন করা হয়।কেক কেটে অনুষ্ঠান উদদ্ধোধন করেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ রব রনি। পত্রিকার পক্ষ থেকে উপস্হিত অতিথীবৃন্দ, পত্রিকার পাঠকবৃন্দ,শুভাঙ্খী, সাংবাদিক, রিপোর্টার সহ দেশবাসী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সম্পাদক এম এ রব রনি। তিনি বলেন আপনাদের সকলের সহযোগিতায় দৈনিক সময়ের সংবাদ পএিকা সুনামের সাথে দেশ ও মানুষের কাছে সঠিক তথ্য প্রকাশ করতে সক্ষম হয়েছেন।তিনি আরও বলেন পত্রিকাটি নিয়মিত প্রকাশ করতে পারি,সঠিক তথ্য তুলে ধরতে পারি, সকলের কাছে সেই দোয়া চেয়েছেন ।
