বিশ বছর পরেও বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত। রোববার ১৯ নভেম্বর আরেকবার যেন ২০০৩ এরই পুনরাবৃত্তি ঘটে গেল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিন মাঠে থেকে দেশকে সাপোর্ট করেছিলেন শাহরুখ খান। কিন্তু দুর্ভাগ্যবশত অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার পর দেশের জন্য, ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ববোধ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এদিন শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পুরো টুর্নামেন্টে ভারত যেভাবে খেলল সেটা গর্বের। তারা দারুণ খেলেছে। এটা স্পোর্ট, এখানে এক আধদিন খারাপ যেতেই পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই খারাপ দিনটা আজকেই এল। কিন্তু টিম ইন্ডিয়া অনেক ধন্যবাদ আমাদের গর্বিত করার জন্য। গোটা দেশকে তোমরাই একসঙ্গে বেঁধে রেখেছ। দেশের হয়ে গলা ফাটাতে বাধ্য করেছ। তোমাদের জন্য রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। তোমাদের জন্যই আজ আমাদের দেশ গর্বিত।’
মাত্র কয়েক মিনিটে অনেকেই মতামত জানিয়েছেন এখানে। এক ব্যক্তি লেখেন, ‘হ্যা, সব দিন সমান যায় না। আগামী বছর আবার হবে। শুভেচ্ছা নিও।’ আরেকজন লেখেন, ‘এই জন্যই আপনাকে এত ভালো লাগে।’
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।