দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার সারা দেশে আধাবেলা হরতাল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার সন্ধ্যায় তপশিল ঘোষণার পর তাত্ক্ষণিক বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ।
এ সময় নেতারা বলেন, সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।
গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।