তীব্র বায়ু দূষণের কারণে দিল্লির স্কুলের শীতকালীন ছুটি এগিয়ে আনা হয়েছে। ৯-১৮ নভেম্বর পর্যন্ত দিল্লির স্কুল বন্ধ থাকবে।
দিল্লির শিক্ষা বিভাগের পরিচালক বুধবার জানিয়েছে, আগামী দিনগুলোতে বায়ু দূষণ পরিস্থিতি আরো খারাপ হওয়ার শঙ্কা রয়েছে। তাই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাইয়ের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী অতিশি, পরিবহন মন্ত্রী কৈলাশ গাহলোট এর আগে সার্বিক দূষণ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখান থেকেই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারিতে দিল্লির স্কুলগুলোতে শীতকালীন ছুটি দেওয়া হয়। এছাড়াও দিল্লির অনেক স্কুলে আগে থেকে সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করার বিষয়টিও স্থগিত করা হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।