অবরোধের দ্বিতীয়দিন বুধবার কিশোরগঞ্জ এবং সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে হরতাল পালন করছে বিএনপি। সিলেটে অবরোধ চলাকালে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগের চার জেলায় বুধবার সকাল–সন্ধ্যা হরতালের ডাক দেয় সিলেট জেলা ও মহানগর যুবদল।
অন্যদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধ চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ ও কৃষক দল নেতা বিল্লাল মিয়া নিহতের প্রতিবাদে বুধবার (১ নভেম্বর) আধা বেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
মঙ্গলবার রাতে জেলা কিশোরগঞ্জ জেলার বিএনপির সহদপ্তর সম্পাদক মো. শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পতনের এক দফা দাবি ও মহাসমাবেশে পরিকল্পিত হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ।
পুলিশের গুলিতে নিহত হন উপজেলা ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া এবং আহত হন দুই শতাধিক নেতাকর্মী। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি বুধবার কিশোরগঞ্জ জেলায় সকাল ছয়টা থেকে বেলা দুটা পর্যন্ত আধা বেলা সর্বাত্মক হরতাল আহ্বান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহত হন। বিএনপির দাবি, পুলিশের গুলিতে তাদের দুজন নিহত হয়েছেন।
এদিকে সিলেট বিভাগের চার জেলা সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে জেলা বিএনপি। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে যুবদল নেতা জিল্লুর আহমদ (৪২) নিহতের ঘটনায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় এ হরতালের ডাক দেয়া হয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, অবরোধ কর্মসূচি পালন করতে সকালে মোটরসাইকেল নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার যান জিল্লুর। সে সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জিল্লুরসহ দুজন। পরে জিল্লুরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। বেলা ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পুলিশ হেফাজতে যুবদলকর্মী জিল্লুর নিহতের জেরে যুবদল বুধবার সিলেটে হরতাল ডেকেছে। আমরা এতে নৈতিক সমর্থন জানিয়েছি। হরতালের পাশাপাশি বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জিল্লুরসহ কয়েকজন লালাবাজার এলাকায় পিকেটিং করছিলেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে দ্রুত পালানোর সময় জিল্লুর মোটরসাইকেল একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিল্লুর মারা যান।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।