পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে।
বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত জানিয়েছে।
অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ গণমাধ্যমকে জানান, ১৬ এপ্রিল এবং তারপরের তারিখের টিকিট ৭ এপ্রিল থেকে বিক্রি করা হবে।
উল্লেখ্য, ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিটও ৭ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। এবার ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।