রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় চার হাজার দোকান। ভয়াবহ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি মার্কেটও। এতে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।
সারা বছরের মধ্যে রজমান মাসেই কাপড় ব্যবসায়ীদের বেচাকেনা হয় বেশি। রোজার ঈদকে সামনে রেখেই কোটি কোটি টাকার কাপড় মজুত করেছিলেন তারা। ঘুম থেকে উঠেই দেখেন- তাদের রুটি-রুজির স্বপ্ন ভয়াবহ আগুনে জ্বলছে। পুড়ে ছাই হয়ে যায় সব কিছু।
বছর দুয়েক আগে ভাগ্য পরিবর্তনের জন্য ৪০ লাখ টাকা দিয়ে বঙ্গবাজারে একটি দোকান ভাড়া নেন ইব্রাহিম।
বঙ্গবাজারে ২টা ও এনেক্সকো টাওয়ারে ১টি শাড়ির দোকান ছিলো সাইদুর রহমানের। এখন সব আগুনে দাউ দাউ করে জ্বলছে। তিনি বলেন, আগুনের খবর পেয়ে সাতটার দিকে এসেছি। এসে দেখি পাশের মার্কেটে আগুন। আসার পর বঙ্গ মার্কেটে আগুন লাগতে দেখেছি। তখন সামান্য মাল সরাতে পেরেছি। এরপর এনেক্সকো মার্কেটেও আগুন লেগে যায়।
নারী ও শিশুদের জামাকাপড়ের ২টা দোকান সাইফুল ইসলামের। তিনি বলেন, ৮ টায় এসে দেখি বঙ্গমার্কেট পুড়ে শেষ। আমাদের গোডাউনে সব মাল থাকে। বঙ্গতে গোডাউন। ওগুলো কেউ বের করতে পারে নাই। সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে। কিন্তু পানি নাই। আগুন সব দিকে ছড়িয়ে যাচ্ছে।
ভ্যানে করে বস্তাভর্তি জামাকাপড় সরাচ্ছিলেন গাড়ি চালক শাহ আলম। তিনি বলেন, মহানগর মার্কেট থেকে কিছুটা মাল সরানো গেছে। এখন এটাও পুড়ছে। আগুনে সব শেষ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।