
জানা যায়, তালহা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অর্থ লেনদেনের বিষয়ে একটি জিডি করেন এক ব্যক্তি। সেই জিডির তদন্তে গিয়ে তালহার বাসায় তল্লাশির নামে ব্যবসায়ীকে গাঁজার পুঁটলি দিয়ে ফাঁসিয়ে আটকের চেষ্টা করেন দুই পুলিশ কর্মকর্তা। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে তোপের মুখে পড়েন তাঁরা। এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, এসআই নুরুল ইসলামের কাঁধে ঝোলানো ব্যাগে পলিথিনে মোড়ানো গাঁজার পোঁটলা রয়েছে বলে অভিযোগ তোলেন কয়েকজন। ব্যবসায়ী তালহার ভাই জিদান এ নিয়ে এসআই নুরুলের কাছে জবাব চান।
এক পর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা ব্যাগটি পাশে দাঁড়ানো এক আনসার সদস্যকে দিয়ে আসেন। এ সময় অন্য পুলিশ সদস্য এএসআই রাসেল মিয়া এক ফাঁকে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। জিদান বলেন, তাঁর বাবার কাছে কাকুতি-মিনতির পর এসআই নুরুলকেও ছেড়ে দেওয়া হয়।