রাজধানীর গুলশান-বনানীসহ কয়েকটি এলাকায় আজ বুধবার (৭ ডিসেম্বর) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজধানীতে গ্যাস সরবরাহকারী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো— গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, তেজগাঁও, মহাখালী ও খিলবাড়ীরটেক। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।