জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে ১৩ দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে আগামীকাল। অনুষ্ঠানমালা সফল করতে ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদসহ গত এক বছরে প্রয়াত ক্লাব সদস্যদের স্মরণসভা দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কর্মসূচি। ২১ অক্টোবর সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। এর পরই থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র্যাফেল ড্র। দেশে করোনা পরিস্থিতি বিদ্যমান তাই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচিতে অংশ নিতে ক্লাব সদস্যদের অনুরোধ জানানো হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভায় এসব আহ্বান জানানো হয়। এ সময় ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, সদস্যরাই ক্লাবের প্রাণশক্তি। অনুষ্ঠানমালা আরও সুন্দর করতে তাঁরা যেসব প্রস্তাব রেখেছেন, তা মূল কর্মসূচিতে সংযোজিত হবে। তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবল দলের বিজয়ে আমরাও উল্লসিত ও গর্বিত। তারা বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে তুলে ধরেছেন। এই গর্বের অংশীদার হতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। সভার শুরুতে অনুষ্ঠানমালা বিস্তারিত তুলে ধরেন ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
এ সময় জানানো হয়, ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) আলোচনা সভার পর ২০ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন। এর মধ্যে রয়ছে- সদস্যদের দাবা প্রতিযোগিতা, এয়ারগান প্রতিযোগিতা, স্পেড ট্রাম্প প্রতিযোগিতা, নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা, ক্লাব সদস্যদের সন্তানদের জন্য শিশু আনন্দমেলা, সদস্যদের টেবিল টেনিস প্রতিযোগিতা, মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিশু আনন্দমেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সদস্যদের ১০ অক্টোবরের মধ্যে ফরম ও খাবার কুপন সংগ্রহ করে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সাংবাদিক সংবর্ধনা, আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পরিকল্পনাও কর্মসূচিতে রয়েছে। তবে অনেক মুক্তিযোদ্ধা সদস্যের নাম সরকারি গেজেটে না থাকায় বিষয়টি নিয়ে কমিটি এ বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়। সভায় ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্মসম্পাদক মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী, বখতিয়ার রানা উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।