কবিতা
জীবনের গতিপথ থমকে দাঁড়ায়
কেউ নেই চারিদ্বার হাতটা বাড়ায়
চারপাশ আঁধারে হাতটি বাঁধা
জীবনের গতিপথ গোলকধাঁধা।
ঝলমলে জোনাকি দেয়নাকো আলো
স্বার্থের শপথে হাঁটে সে ভালো
চাঁদনির আলোটা লাগে ত হে বেশ
সময়ের বিবর্তনে আঁধারের ক্লেশ।
সময়ের পথ ধরে হাঁটতেছে দেশ
মিথ্যার বার্তায় সত্যপ্রায় শেষ
জনচাপে জনগন ক্ষমতার চক্রে
সম্পর্ক গিলে খায় ইট খায় টুকরে।
জীবনের গতিপথ ক্ষমতার গোলকে
ভোট চাই রোড নাই মিঠা মইন শোলকে
সব দেখি উড়ে আজ পাখহীন পালকে
নেতাহীন নেতা আজ পদ হীন শ্যালকে।
চারদিক চকচকে মরুভূমির বালুটা
দেশ আছে বেশহীন মাঝখানে আলুটা
আফুটা বাফুটা বেলাশেষে ল্যাংটি
সবশেষে জনগন হাতে ঘট ও ঘন্টি।
জীবনের শেষ দ্বারে টকশো ও উক্তি
সত্য ও সুপথে পদে পথে ব্যাপ্তি
নিঃশ্বেষ হবে সব সত্যের উক্তি
“জয়হীম ” বল মনে নাটকের শক্তি।