মেহেন্দিগঞ্জের ইলিশা ও মেঘনা নদীর ভয়াল থাবায় বিলীন হওয়ার পথে সদর ইউনিয়নের সাদেকপুর, রুকুন্দী, চানপুর, উলানিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। তীব্র ভাঙ্গ এবং পুর্ণিমার জোয়ারে ভিটে মাটি হারিয়ে দিশেহারা ওই এলাকার মানুষ।
নিজেদের চোখের সামনে বাপ দাদার কবরসহ একেকটি স্থাপনা, নদীর গর্ভে বিলীন হচ্ছে। এমন দৃশ্য অশ্রু সিক্ত চোখ দিয়ে নির্বাক ভাবে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই নেই, নদীর পাড়ের মানুষ গুলোর। সরেজমিনে গিয়ে দেখা যায় হস্তান্তরের আগেই যে কোন সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের সরকারের দেওয়া কোটি টাকার নতুন ভবন। এই ভাঙ্গন রোধে নদীর পাড়ে স্থায়ীভাবে বাধ নির্মাণ করার দাবি জানান এলাকা বাসী ।