যশোর অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৯ মিনিটে অনুভূত এ ভূকম্পন ছিল প্রায় ১০ সেকেন্ড স্থায়ী।
পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তর বলছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোর শহর থেকে ৯ কিলোমিটার দূরে। রিক্টার স্কেলে মাত্রা ৪ দশমিক ৮। যশোর আবহাওয়া অফিস ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে জানায়, যশোর আবহাওয়া অফিসে ভূমিকম্পের মাত্রা জানার সুযোগ নেই। তারা ঢাকা আর্থ সেন্টারে যোগাযোগ করছে। তবে এতে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
https://dainikshomayershangbad.com
এদিকে, যশোরের বাসিন্দারা জানায়, খুব অল্প সময়ের জন্য ভূকম্পন অনুভূত হয়েছে। শহরের এম এম কলেজ এলাকার বাসিন্দা তাহমিদ ইসলাম জানান, যখন ভূকম্পন অনুভূত হয়, তখন তিনি মসজিদে সিজদারত অবস্থায় ছিলেন। হঠাৎ কেঁপে ওঠায় তিনি আতঙ্কিত হয়ে ওঠেন।
বেজপাড়া এলাকার জয়দেব চক্রবর্ত্তী ফেসবুক পোস্টে জানান, হঠাৎ ভূকম্পনের ফলে তিনি ও তার পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে। দ্রুত তাঁরা বাড়ির বাইরে চলে আসেন।