রাজধানীর কামরাঙ্গীর চরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে ভুয়া চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ভিডিও জার্নালিস্ট সাজু মিয়ার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।
এসময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করা হয় এবং ছিনিয়ে নেয়া হয় সাংবাদিকদের মোবাইল ফোন ও গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয় তাদের। এসময় কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনও তাদের ওপর হামলা চালান। পরে খবর পেয়ে কামরাঙ্গীরচর থানার অন্য পুলিশ-সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন।
ওই ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। এছাড়া সাংবাদিকদের মারধর করার অভিযোগে কামরাঙ্গীচর থানার এসআই মিলন হোসেনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানিয়েছেন, চিকিৎসায় অব্যবস্থাপনার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এসময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলে এসআই মিলনও তাদের মারধর করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।