চাঁদপুরের আলোচিত লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে ঘোষণা দিয়ে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের বিশেষ বর্ধিত সভায় সদস্যের সর্বসম্মতিক্রমে এই বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সেলিম খানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলা আওয়ামীলীগ সর্বদা প্রস্তুত। আর সে নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেলিম খানকে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা পাড়ে একটি এলাকা নির্ধারণ করা হয়। পরে ৬২ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান সেলিম খান, তার ছেলেমেয়েসহ অন্যান্য জমির মালিকরা অস্বাভাবিক মূল্যে দলিল তৈরি করেছেন। ফলে ওই জমি অধিগ্রহণে সরকারের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৫৩ কোটি টাকা। জমির অস্বাভাবিক মূল্য দেখে জেলা প্রশাসক তদন্ত করলে বেরিয়ে আসে সরকারের কয়েকশ কোটি টাকা লোপাটের পরিকল্পনার তথ্য।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।