পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণেই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন শাহবাজ শরিফ। পাশাপাশি বেসামরিক ও সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন বৃদ্ধিরও ঘোষণা দেন তিনি।
শাহবাজ সোমবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গতকালই দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় পরিষদে দেওয়া প্রথম ভাষণে শাহবাজ শরিফ বলেন, ‘আজ ঐতিহাসিক এক দিন। ’ তিনি বলেন, অর্থনৈতিক সূচকেই মানুষের স্বাচ্ছন্দ্যের বিষয়টি ফুটে উঠবে। ডলারের বিপরীতে রুপি শক্তিশালী হতে শুরু করেছে। আজ (সোমবার) দিনের শুরুতে ১৯০ রুপিতে এক ডলার কেনাবেচা হয়, দিন শেষে এটা ছিল ১৮২ রুপি।
শাহবাজ সরকারি কর্মচারীদের বেতন কমপক্ষে ২৫ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ১০ শতাংশ বৃদ্ধির ঘোষণাও দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। এটাও কার্যকর হবে ১ এপ্রিল থেকে।
ইমরান খান বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে যে ‘হুমকির চিঠির’ কথা বলেছেন, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পরে আগামী শনিবার বিকেল চারটা পর্যন্ত জাতীয় পরিষদের অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়।
সূত্র: ডন ও জিও নিউজ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।