কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভারত মহাসাগরীয় দেশ শ্রীলঙ্কা। এই সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভের মুখে ইতোমধ্যে গোতাবায়া সরকারের বেশিরভাগ মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট গোতাবায়া ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এখনও পদত্যাগ করেননি।
তাদের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দ্রুত পদত্যাগ করে সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছে বিরোধীরা। কিন্তু বুধবার পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ক্ষমতাসীন দলের চিফ হুইপ জনস্টোন ফার্নান্ডো বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া কোনোভাবেই পদক্ষেপ করবেন না।
ফার্নান্ডোর কথায়, ‘স্মরণ করিয়ে দিতে চাই ৬৯ লাখ মানুষের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দায়িত্বশীল সরকার হিসেবে আমরা জানিয়ে দিতে চাই, প্রেসিডেন্ট গোতাবায়া কোনো পরিস্থিতিতে পদত্যাগ করবেন না। আমরা এই সংকট মোকাবিলা করব।’
ফার্নান্ডোর এই বক্তব্যের পর বিক্ষোভ-প্রতিবাদ আরও জোরদার হয়েছে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসকেরা।
বুধবার রাজধানী কলম্বোয় দুই শতাধিক চিকিৎসক রাজপথে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘জনগণের বাঁচার অধিকার শক্তিশালী করুন। স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণা করুন।’
অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটিতে এবার ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। মঙ্গলবার থেকেই স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একইসঙ্গে খাদ্য, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের চরম ঘাটতি দেখা দেওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে, এক সময়ের প্রতাপশালী ক্ষমতাসীন জোট আইনপ্রণেতাদের একের পর এক পদত্যাগে অস্বস্তিতে পড়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। দায়িত্ব নেওয়ার মাত্র এক দিনের মাথায় মঙ্গলবার নতুন অর্থমন্ত্রী আলী সাবরিও পদত্যাগের ঘোষণা দেন। প্রেসিডেন্ট গোতাবায়ার ভাই বাসিল রাজাপক্ষেকে সরিয়ে আগের দিন সোমবার সাবেক বিচারমন্ত্রী আলী সাবরিকে নতুন অর্থমন্ত্রী নিয়োগ করা হয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।