দ্রুত গতিতে এগিয়ে চলেছে মুজিববর্ষে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ। এবার স্থায়ী ঠিকানায় পূনর্বাসিত হবে ৬৫ হাজার ৪৭৪ পরিবার। এ বছরের মধ্যেই এদের সবাই পাবেন স্থায়ী ঠিকানা।
শুধু ইট-রড-সিমেন্টের গাঁথুনি নয়, যেন স্বপ্ন বোনা হচ্ছে। আশার আলো দেখছেন অসহায় মানুষেরা।
সাভারের শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি আশ্রয়ন প্রকল্প। এখানকার ৬৪ টি বাড়ির মধ্যে ২৪টির কাজ প্রায় শেষ। দুই শতাংশ জমিতে দুই ঘরের পাকা বাড়ি। সাথে রান্না ঘর ও বাথরুম। আছে বিদ্যুতের সংযোগও। স্বামী-স্ত্রী দুজনের যৌথ নামে হয়েছে এসব বাড়ির দলিল। শিগগিরি বাড়িতে উঠবেন প্রান্তিক নতুন মালিকেরা। এদেরই কেউ কেউ এখানে এসেছেন আনুষাঙ্গিক কাজে। যাদের চোখে মুখে স্বপ্নপূরণের ঝিলিক।
প্রকল্প পরিচালক আবু সালেহ মো. ফেরদৌস খান জানান, সাভারের মতোই সারাদেশে মুজিববর্ষে গৃহ প্রদানের তৃতীয় পর্যায়ে পূনর্বাসিত হবেন তিন লাখের বেশি মানুষ। আশ্রয়ন প্রকল্পে এবার বাড়ি নির্মাণে এসেছে কিছু পরিবর্তন। দ্বিতীয় ধাপের চেয়ে ৭০ হাজার টাকা বরাদ্দ বেড়ে হয়েছে টাকা ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই প্রকল্পের সফল বাস্তবায়নে দেখভাল করছে স্থানীয় প্রশাসনের নানা পর্যায়ের প্রতিনিধি। সরকারের খাস জমি, ভূমি দস্যুদের দখল থেকে উদ্ধার করা জমি এবং সরকারের কেনা জমিতে হচ্ছে গৃহহীনদের পূনর্বাসন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।