রাশিয়ার বেলগোরোদে তেলের গুদামে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন রুশ আঞ্চলিক গভর্নর। এ ঘটনায় গুদামের দুই কর্মী আহত হয়েছে।
হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় এবং আশে পাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে আশেপাশের বাসিন্দাদের। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
তেলের গুদামে হামলা শান্তি আলোচনায় অনুকূল পরিস্থিতি সৃষ্টি করে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বেলগোরেদ অঞ্চলে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় সবকিছু করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, রুবলে মূল্য পরিশোধ না করলে বন্ধু নয় এমন দেশগুলোতে রাশিয়া গ্যাস দেবে না বলে জানিয়েছে রাশিয়া। এ বিষয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট পুতিন যা আজ থেকে কার্যকর হওয়ার কথা। এর আগে রুবলে মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় পশ্চিমা কোম্পানিগুলো।
এদিকে, আবারো শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। অনলাইনে হবে দুই দেশের এ আলোচনা হবে। রাশিয়ার বিরুদ্ধে ত্রাণ সহায়তা লুটের অভিযোগ তুলেছে ইউক্রেন। কিয়েভের দাবি, মারিওপোলে যাওয়া ত্রাণবাহী বাস আটক করে ত্রাণ সরিয়ে নিয়েছে রুশ বাহিনী।
এদিকে, দেশদ্রোহীতার অভিযোগ তুলে নিরাপত্তাবাহিনীর দুই সদস্যকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চেরোনোবিল থেকে সকল রুশ সেনা সরে গিয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
তবে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান কমিয়ে আনার বিষয়ে নতুন করে সংশয় প্রকাশ করেছে পশ্চিমাবিশ্ব। তাদের শঙ্কা বেলারুশে নতুন করে সংগঠিত হতে পারে রুশ বাহিনী।
ন্যাটো জানিয়েছে, রাশিয়া এখনই তাদের সেনা ইউক্রেন থেকে প্রত্যাহার করছে না। বরং কিয়েভ ও অন্যান্য শহরগুলির ওপর চাপ রাখার জন্য তাদের অবস্থান পরিবর্তন করছে।
একইসাথে ইউক্রেন ও মার্কিন কর্মকর্তারা বলছেন, বেলারুশে রুশ সেনাবাহিনী আবারো সংগঠিত হতে পারে।
ডনবাস অঞ্চলের দখল নিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়া। অঞ্চলটির দখল নেয়ার জন্য রাশিয়া শক্তিশালী হামলার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।