বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অস্ট্রেলিয়া সফর শেষে গত সোমবার দেশে ফিরেছেন।
আইএসপিআর জানায়, অস্ট্রেলিয়া সফরকালে বিমানবাহিনী প্রধান সে দেশের রাজধানী ক্যানবেরায় ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার কনফারেন্স-২০২২’-এ যোগ দেন। কনফারেন্সে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স, ইউএস প্যাসিফিক এয়ার ফোর্স, রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স, মালদ্বীপ সেন্ট্রাল ডিফেন্স ফোর্স, শ্রীলঙ্কা এয়ার ফোর্স, জার্মান এয়ার ফোর্স, ইন্ডিয়ান এয়ার ফোর্স, থাই এয়ার ফোর্সের প্রধানরাসহ ইউএন পিস অপারেশনের সামরিক উপদেষ্টা এবং কাতার, মালয়েশিয়া ও ইতালি বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।
কনফারেন্সের বিষয়বস্তু ছিল ‘বায়ু এবং মহাকাশে স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবন’।
কনফারেন্সে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভূ-কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘এয়ার এবং স্পেস পাওয়ার’-এর উদ্ভাবনী পদ্ধতির ওপর আলোচনা হয়। কনফারেন্স শেষে বিমানবাহিনী প্রধান স্যার রিচার্ড উইলিয়াম ফাউন্ডেশন কনফারেন্সে যোগ দেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।