স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশে এখনো ধ্বংসাত্মক ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির দেশবিরোধীরা ষড়যন্ত্র চালাচ্ছে। তবে যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশকে অন্ধকারে নিমজ্জিত করার প্রচেষ্টা চালিয়ে কোনো লাভ হবে না।
রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আয়োজিত এক মিলনমেলা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্টের পর দেশকে পাকিস্তানে পরিণত করার চেষ্টা চালানো হয়েছে। সে সময় যুদ্ধাপরাধীর গাড়িতেও বাংলাদেশের পতাকা থাকতো। এতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ ও মুক্তিযোদ্ধাদের জন্য বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাঙালি বীরের জাতি, বাঙালি যুদ্ধ করেছে অনেক বার। কিন্তু মূল স্বাধীনতা হাজার বছরেও আসেনি। যেটা বঙ্গবন্ধু দেখিয়ে দিয়েছেন। সে জন্য স্বাধীনতার ফসল পাচ্ছি আমরা। বহুবীর আত্মত্যাগ করে গেছে, কিন্তু স্বাধীনতার স্বপ্ন আমাদের কাছে স্বপ্নই ছিল। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার স্বপ্ন সফল করে দিয়েছেন বলেই আমরা স্বাধীন দেশের মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।
তিনি বলেন, ২০০৮ সালে আমাদের পার ক্যাপিটাল ইনকাম ছিল ৬৫০ ডলার। আজকে হয়েছে ২৬শ’ ডলার। এটাই হলো শেখ হাসিনা, এটাই হলো আওয়ামী লীগের নেতৃত্ব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজে বাঁধার সৃষ্টি করে তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত দাঁড়িয়ে ছিল। তবে তা পারেনি, কারণ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল এদেশের মানুষ।
এ সময় অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মো. শামসুল হক কমান্ডার, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রমসহ আরও অনেকে।
উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের আয়োজিত এই মিলনমেলায় অংশ নেয় জেলা ও উপজেলার কয়েক শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। পরে অনুষ্ঠান শেষে দেশাত্মবোধক গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।