দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘূর্ণি বলে ৫ ওভারে মাত্র ২৩ রান নিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় এনে মেহেদি মিরাজ। আজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ জানালেন, তিনি শুধু দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন দেখেন তাই নয়; তার স্বপ্ন আরও বড়।
যে কোনো ফরম্যাট মিলিয়ে এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। আগামীকাল রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। তার আগে মিরাজ জানালেন তার স্বপ্নের কথা, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। ‘
ওয়ানডেতে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। বিশ্বকাপের সেমিফাইনাল খেলারও অভিজ্ঞতা আছে। তাই পারফর্মেন্সের আরও উন্নতি ঘটিয়ে নিজেদের ওপর বিশ্বাস রেখে স্বপ্নের পথে এগিয়ে যেতে চান মিরাজ, ‘আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি। ‘
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।