সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো এবং ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায় কুরআন অবমাননার প্রতিবাদে এক সুইডিশ নারী কুরআন শরীফে চুমু খেয়েছেন। আর এ চুমু খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সুইডেনের মালমো শহরে সং’ঘটিত কোরআন পোড়ানোর প্রতিবাদে ওই নারী কোরআন চুমু খান। আর বলেন, ‘সুইডিশ নারী মালমো শহরের মুসলিম’দের স’ঙ্গে একত্বতা ঘোষণা করেছে।’ ফেসবুক পেজে বলা হয়, ওই নারী বলছে, ‘আমি জানি না বইটি কি সম্পর্কে।
কিন্তু মানবতা ও অনুকম্পার জন্য আমি তোমা’দের স’ঙ্গে একাত্বতা ঘোষণা করছি। বইটি যেহেতু তোমা’দের কাছে গু’রুত্ব, তাই আমা’র কাছেও তা গু’রুত্বপূর্ণ। বইটি চুমু দিয়ে আমি গর্বিত।’
সুইডিশ নারী আরো বলেন, ‘ডেনিশ ব্যক্তি সুইডেনে যা করেছে তাতে আমর’া সন্তুষ্ট নই।’ সুইডেনের পত্রিকা নারীটির ছবি প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার দৃষ্টি কাড়ে। গত শুক্রবার (২৮ আগস্ট) সুইডেনের মালমো শহরে কট্টরপন্থী ডেনিশ দল হার্ড লাইনের তিন সদস্য কুরআন পুড়িয়ে
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।