জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে অনুষ্ঠানের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদির।
বছরখানেক আগে সালমান মুক্তাদির ‘অভদ্র প্রেম’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেই ভিডিওর দৃশ্য নিয়ে তখন অনেকেই আপত্তি তুলেছিলেন। পরে গানটি সরিয়ে নিতে বাধ্য হন সালমান।
সারা দেশে বিক্রি হবে টিসিবির পণ্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগ ডে’র অনুষ্ঠানের নাচের ভিডিও শেয়ার করে ফেসবুকে সালমান মুক্তাদির লিখেছেন, ‘শিক্ষার্থীদের কী হয়েছে। আমি খুবই হতাশ এবং আমার খুব রাগ হচ্ছে। তাদের জানা উচিত যে এই নাচটি কেবল ‘অভদ্র প্রেম’-এর জন্যই করা উচিত ছিল! তারা ‘অভদ্র প্রেম’ কেন বাজাল না। কর্তৃপক্ষের উচিত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’