কাপাসিয়া থানার এসআই আব্দুর রউফ রোববার জানান, উপজেলার আড়াল এলাকায় শনিবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনায় দক্ষিণগাও চরপাড়া এলাকার ফারুক হোসেন (২৬), নাঈম হোসেন (১৮) এবং রবিন (১৫) মারা যায়।
[৩] এসআই আব্দুর রউফ আরো জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈমের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রবিনও মারা যায়। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।