
গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে কমেন্টের জেরে ছুরিকাঘাতে নিহত ৩
কাপাসিয়া থানার এসআই আব্দুর রউফ রোববার জানান, উপজেলার আড়াল এলাকায় শনিবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনায় দক্ষিণগাও চরপাড়া এলাকার ফারুক হোসেন (২৬), নাঈম হোসেন (১৮) এবং রবিন (১৫) মারা যায়।
সারা দেশে বিক্রি হবে টিসিবির পণ্য
[৩] এসআই আব্দুর রউফ আরো জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈমের মৃত্যু হয়। একই ঘটনায় গুরুতর আহত রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে রবিনও মারা যায়। এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।