বরগুনার বেতাগীতে শনিবার দুপুরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি। ঘটনাস্থলে থানা পুলিশ এলেও এখনো লাশ উদ্ধার হয়নি।
ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির হিরু হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (২১) ও তার স্ত্রী তামান্না আক্তার (১৯)।
জানা গেছে, থানা পুলিশ খবর পেয়ে ওই হাওলাদার বাড়িতে পৌঁছায়। তারা স্ত্রীর কাপড় দিয়ে এক পাশে আসলাম এবং অন্য পাশে তামান্নার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে। লাশ উদ্ধারের জন্য তারা সিআইডির অপেক্ষায় আছে।
বেতাগী থানার ওসি শাহ আলম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো লাশ উদ্ধার হয়নি, সিআইডি এলে লাশ উদ্ধার করা হবে। এ বিষয়ে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।