চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা পর থেকে উত্তেজনা বিরাজ করছে পুরো ক্যাম্পাস-জুড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অর্থনীতি বিভাগের র্যাগ ডে অনুষ্ঠান থেকে ঘটনার সূত্রপাত। পরে বিজয় গ্রুপ সোহরাওয়ার্দী হল, সিএফসি গ্রুপ শাহজালাল হলের সামনে অবস্থান নিলে সংঘর্ষ শুরু হয়।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে র্যাগ ডে এর অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।